সংবাদ শিরোনাম :
জালালাবাদ এসোসিয়েশনের ৮ম চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশনের ৬ষ্ঠ চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশনের পঞ্চম চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশনের চতুর্থ চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশনের তৃতীয় চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশনের দ্বিতীয় চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা’র পুনর্বাসন কার্যক্রমে সায়হাম গ্রুপের ১০ লক্ষ টাকা অনুদান জালালাবাদ এসোসিয়েশনের ত্রাণ বিতরণ আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশনের শোক বিশ্বময় জালালাবাদ সম্প্রীতির বন্ধন

শ্রীমঙ্গলে ‘মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা’র উদ্বোধন

ডেস্ক রিপোর্ট ::  বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে সেক্টরে ‘মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা’ শীর্ষক তথ্যবহুল স্থাপনা উদ্বোধন করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার (০১ নভেম্বর) বিকেলে বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আশরাফুল ইসলাম এ স্থাপনার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, আমাদের মৌলভীবাজার জেলা মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যে চিরস্মরণীয়। মৌলভীবাজার ছিল ৪নং সেক্টরের অধীন। এ  জেলাতেই শহীদ হন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান। ‘নতুন এ স্থাপনায় রয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও আলোকচিত্র। শিক্ষার্থীসহ নতুন প্রজন্মের শিশু-কিশোররা এখান থেকে সত্য ইতিহাস জেনে উপকৃত হবে বলে আশা করি।’ এ সময় ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী, উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মঈন উদ্দিন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং শ্রীমঙ্গল পরিক্রমার সম্পাদক এম ইদ্রিস আলী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি ইসমাইল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধের এ স্থাপনায় রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধে প্রথম সেনা সদর দফতর, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের জীবনবৃত্তান্তসহ নানান তথ্যকণিকা।উদ্বোধনের পর ‘মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা’ স্থাপনায় ভিড় করেন বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..