• 02-55012240
  • jalalabaddh@gmail.com

প্রবাসীদের জন্য হেল্প ডেস্ক খুলতে যাচ্ছে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা

প্রবাসী সিলেটীদের জন্য হেল্প ডেস্ক খুলতে যাচ্ছে জালালাবাদ এসোসিয়েশন ঢাকা পাশাপাশি প্রবাসী সিলেটীদের ঢাকায় ভ্রমণের জন্য আবাসিক ভবন নির্মাণের জন্য উদ্যোগ নেওয়া হবে বলে এক্সিকিউটিব কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গতকাল শনিবার কাওরান বাজারস্থ জালালাবাদ এসোসিয়েশনের জালালাবাদ ভবনে এসোসিয়েশনের সহ সভাপতি নাসির উদ্দিন মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ জগললু পাশার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্স এর সভাপতি হেনু মিয়। এসময় আর ও উপস্থিত ছিলেন এম এ হান্নান, এডভোকেট জসিম উদ্দিন, ড. জিয়াউল ইসলাম মুন্না, এম এ কাদির, মোস্তফা সেলিম, রোকেয়া খাতুন রূবি, নাঈমুর রহমান প্রমুখ।