• 02-55012240
  • jalalabaddh@gmail.com

সভাপতি মহোদয়ের বক্তব্য

সুরমা, কুশিয়ারা, মনু ও খোয়াই নদীবিধৌত এই বিভাগের চারটি জেলা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি সমৃদ্ধ অঞ্চল। বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষেত্রে সিলেট বিভাগের অবদান অপরিসীম। তথাপি সিলেট বিভাগের ভৌত অবকাঠামো এবং অন্যান্য প্রতিষ্ঠানিক ব্যবস্থা এখনও সমস্যাসংকুল। অফুরন্ত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী এই বিভাগের কয়েক লক্ষ প্রবাসীর প্রেরিত বিপুল পরিমাণ অর্থ দেশেরে শিল্প ও বাণিজ্যের প্রসার ছাড়াও অর্থনৈতিক ভিত্তি গঠনে স্রোতস্মিনী নতীর মতো কাজ করছে। রাজধানী ঢাকা মাহানগরীতে বসবাসরত লক্ষাধিক সিলেটিদের ঐক্য ও মিলনকেন্দ্র জালালাবাদ এসোসিয়েশন একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। আমাদের মূল লক্ষ জাতীয় অগ্রযাত্রার সাথে সাথে সিলেট বিভাগের সার্বিক উন্নতি ও অগ্রগতির অভিষ্ঠ লক্ষ্য অগ্রসর হওয়া।

বৃহত্তর সিলেটের জনগণের মধ্য হৃদ্যতা, সহমর্মিতা, শ্রদ্ধাবোধ ও পারস্পরিক সহযোগিতার সেতুবন্ধন রচনায় নিবেদিত থেকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগের প্রাণ সঞ্চারিণী ক্ষেত্রভূমি হিসেবে সিলেট অঞ্চল আরো বিকশিত হোক, এই এসোসিয়েশন তাই কামনা করে। এ-লক্ষ্যে পৌঁছাতে আমাদের সকলের ঐকান্তিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশা রাখি।

সি এম কয়েস সামি
সভাপতি