• 02-55012240
  • jalalabaddh@gmail.com

সাধারণ সম্পাদক মহোদয়ের বক্তব্য

ঢাকাস্থ সিলেট বিভাগবাসীর ঐতিহ্যবাহী প্রাণপ্রিয় সংগঠনটি সুদীর্ঘ পথ অতিক্রম করে বর্তমানে এক মিলনমেলায় পরিণত হয়েছে। আমি স্মরণ করছি তাদের যাদের অক্লান্ত পরিশ্র্রম ও কঠোর অধ্যবসায়ের ফলে এসোসিয়েশন এখন সুদৃঢ় অবস্থানে এসে দাঁড়িয়েছে। আমরা সকলে তাদের কাছে ঋণী।

সিলেট বিভাগের অধিবাসীদের হৃদয়-নিংড়ানো শুভ কামনায় লালিত হয়ে গড়ে ওঠা সংগঠন আজকের জালালাবাদ এসােসিয়েশন, ঢাকা। প্রয়াত ও বর্তমান গুরুজনের আন্তরিক সহযোগিতা, বিভিন্ন সময়ের তারুণ্যের নিরলস পরিশ্রম ও সুহৃদদের সহৃদয় প্রয়অসে আজ তা বিস্তৃত হয়েছে। আমাদের প্রকৃতি, জলবায়ু, চোখ জুড়ানো সবুজ শ্যামলিমা ও সম্পদরাজির পাশাপাশি রয়েছে মানুষের হৃদয়ের অকৃত্রিম সারল্য, সহজ-সরল জীবনযাপন, স্নেহ-মমতা ও সৌহার্দ্যের অফুরন্ত ভান্ডার। আমাদের প্রাণপ্রিয় জন্মভূমি বাংলাদেশের একটি ঐতিহ্যবাসী অঞ্চল বৃহত্তর সিলেট। পরম করুণাময়ের এ সীমাহীন আশীর্বাদের জন্য আমরা কতজ্ঞ।

সিলেট বিভাগের উন্নয়নে সুন্দর আগামী রচনায় আমরা এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয়ী।

আনোয়ার হোসেন চৌধুরী
সাধারণ সম্পাদক