সংবাদ শিরোনাম :
জালালাবাদ এসোসিয়েশনের ৮ম চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশনের ৬ষ্ঠ চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশনের পঞ্চম চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশনের চতুর্থ চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশনের তৃতীয় চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশনের দ্বিতীয় চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা’র পুনর্বাসন কার্যক্রমে সায়হাম গ্রুপের ১০ লক্ষ টাকা অনুদান জালালাবাদ এসোসিয়েশনের ত্রাণ বিতরণ আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশনের শোক বিশ্বময় জালালাবাদ সম্প্রীতির বন্ধন

জালালাবাদ এসোসিয়েশনের ৮ম চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত

জালালাবাদ এসোসিয়েশনের ৮ম চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকাস্থ জালালাবাদ ভবনে এ চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ এসোসিয়েশনের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সজল। 
 
তিনি বলেন, চিকিৎসা সেবা কার্যক্রমের আওতায় আজ ৮ম দিনে নাক, কান ও গলা সমস্যাজনিত রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করেন জালালাবাদ এসোসিয়েশনের স্বাস্থ্য সহায়তা কমিটির সদস্য ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশ ইএনটি হাসপাতাল, ঢাকা অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল্লাহ। 

ওইদিন প্রায় অর্ধশতাধিক লোক চিকিৎসা সেবা গ্রহণ করেন বলে জানান দপ্তর সম্পাদক। 

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, জালালাবাদ চিকিৎসা সহায়তা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, কোষাধ্যক্ষ মো. আব্দুল হান্নান, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম সজল, আজীবন সদস্য বেনু সূত্রধর, কাজী মনিরা আক্তার মনি, জয়নাল আবেদীন, মো. সাইফুল ইসলাম প্রমুখ। 

এসময় সকলেই এই মহতি কার্যক্রম চলমান থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য যে, জালালাবাদ ভবনে প্রতি মাসে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা সিলেট বিভাগের জনসাধারণের মধ্যে প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ জাতীয় আরো খবর..