আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৬-এর দুজন সেরা লেখক নির্বাচন করা হয়েছে। খসরু চৌধুরীর ‘সুন্দরবনের বাঘের পিছু পিছু’ এবং শাকুর মজিদের ‘ফেরাউনের গ্রাম’ বই দুটি আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১৬-এর সেরা বই নির্বাচিত হয়েছে। অর্থমূল্যে এটি বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার। দেশবরেণ্য সাহিত্যিক ও সাহিত্য সমালোচকদের নিয়ে গঠিত নির্বাচকমণ্ডলী, বাছাই কমিটি ও বিচারকমণ্ডলী সম্পূর্ণ নিরপেক্ষভাবে সেরা দুটি বই নির্বাচন করেন। একটি অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত লেখকদের পাঁচ লাখ টাকা (প্রতিটি বইয়ের জন্য), সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হবে।
আইএফআইসি ব্যাংক-‘সৃজনশীল সাহিত্যের সহযাত্রী’- এই স্লোগানকে সামনে রেখে আইএফআইসি ব্যাংক লিমিটেড বাংলাভাষা ও সাহিত্যের সমসাময়িক জীবিত লেখকদের সৃজন প্রতিভাকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে সৃজনশীল সাহিত্যকে উৎসাহিত করার লক্ষ্যে ২০১১ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে।
Leave a Reply