:লন্ডন প্রবাসী লেখক ও ছড়াকার আখতার হোসেন চৌধুরীর ছড়াগ্রন্থ “ধল আমার গ্রাম” এর প্রকাশনা গতকাল মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় কেমুসাস এর সাহিত্য হলে অনুষ্ঠিত হয়। ছড়াকার দিলুয়ার হোসেন দিলুর সভাপতিত্বে ও গল্পকার মিনহাজ ফয়সল এর সঞ্চালনায় এতে প্রধান অথিতির বক্তব্য রাখনে কবি কালাম আজাদ। প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন মুক্তচিন্তার সাহত্যি সাধনা ছাড়া এই দেশ এই সমাজ কখনো অগ্রগতি লাভ করতে পারবেনা।সাহিত্য ক্ষুরধারায় প্রতিটি মানুষের জীবনমান উন্নয়নের সাধনা করতে হবে। প্রধান আলোচক গুরুর্ত্বর্পূণ কর্ণলে আলী আহমদ “ধল আমার গ্রাম” ছড়াগ্রন্থরে ভূয়সী প্রশংসা করেন। বিশেষ অথিতির বক্তব্য রাখনে গল্পকার সেলিম আওয়াল, কেমুসাসের সাধারণ সম্পাদক মাহমুদ রাজা চৌধুরী, কবি বাছিত ইবনে হাবিব, এডভোকেট আব্দুল মুকিত অপি, কবি এখলাছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, প্রাকৃত প্রকাশের স্বত্বাধিকারী দৈনিক বিজয়ের কণ্ঠ এর সাহিত্য সম্পাদক কবি মামুন সুলতান।
Leave a Reply