করোনা মহামারির শুরুতে সিলেট অঞ্চলে করোনা রোগী ও ডাক্তারদের যাতায়াত কার্যক্রম পরিচালনার জন্য জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা এর পক্ষ থেকে ২ এপ্রিল ২০২০ সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে চিকিৎসক ও করোনা রোগীর যাতায়াতের জন্য ২ টি ভাড়া করা মাইক্রো-বাস প্রদান করা হয়।
উক্ত মাইক্রো-বাস ২টি সিলেটে প্রথম করোনা চিকিৎসা কেন্দ্র শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল তত্ত্বাবধানে ছিল। ২০২০ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত মোট তিন মাসে প্রতিদিন ২৪ ঘন্টা করে চিকিৎসক ও করোনা রোগী পরিবহনের কাজে ব্যবহার করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী উক্ত কার্যক্রম সম্পাদনে জালালাবাদ এসোসিয়েশনকে সহায়তা করেন।
Leave a Reply