সিলেটের উন্নয়নমুলক কার্যক্রমে বর্তমান সরকার আন্তরিক। সিলেটবাসীর বহু আকাঙ্ক্ষিত ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কার্যক্রম অচিরেই শুরু হতে যাচ্ছে এবং সিলেট এম এ জি ওসমানী বিমান বন্দর পুর্ণাঙ্গ আন্তর্জাতিক রূপে রূপান্তরের কাজ ও অতি দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা’র বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী এ বিষয় গুলো উল্লেখ করেন।
আজ ২৫ জুন শুক্রবার বিকেলে এসোসিয়েশনের সভাপতি ড. এ কে আবদুল মুবিন এর সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা অনলাইন সফটওয়্যার ZOOM এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সংযুক্ত সকল সদস্যকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ- সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও এসোসিয়েশনের কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এড. জসীম উদ্দিন আহমেদ।
সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আব্দুল মালিক, জাতীয় অধ্যাপক প্রফেসর ডা.শাহলা খাতুন, এটর্নি জেনারেল এ এম আমীন উদ্দিন, এন আর বি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান সিআইপি, সাবেক সভাপতি সি এম তোফায়েল সামী, সি এম দিলওয়ার রানা, সাবেক আইজিপি মুদাব্বির হোসেন চৌধুরী, ড. ওবায়দুর রব, এনআরবি সেন্টারের চেয়ারম্যান শেকিল চৌধুরী সহ-সভাপতি জালাল আহমদ, নেছার আলম মুকুল, ড. শাহ ইমরান, ক্যাপ্টেন মিজান চৌধুরী, কাপ্তান হোসেন প্রমূখ।
সভায় সভাপতি বৈশ্বিক মহামারী কারণে বার্ষিক সাধারণ সভার মেয়াদ ৩০ জুন ২০২২ সাল পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করেন। সভাপতির প্রস্তাব সংযুক্ত সদস্যবৃন্দ সমর্থন করেন এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সভাপতি সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভা শেষ হয়।
Leave a Reply