সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোডের্র (আরইবি) চেয়ারম্যান জিয়াউল ইসলাম চৌধুরী করোনায় আক্রান্ত মারা যান। বৃহস্পতিবার (২৯ এপ্রিল ২০২১) সকালে ঢাকার সিএমএইচে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহী…. রাজিউন)।
এক বিবৃতিতে জিয়াউল ইসলাম চৌধুরীর মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন, ঢাকার সভাপতি ড. এ কে আব্দুল মুবিন ও সাধারণ সম্পাদক এড. জসিম উদ্দিন আহমেদ, জালালাবাদ ভবন ট্রাষ্টের চেয়ারম্যান আব্দুল হামিদ চৌধুরী ও সেক্রেটারি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জালালাবাদ শিক্ষা ট্রাষ্ট্রের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও সদস্য সচিব জালাল আহমেদ গভীর শোক প্রকাশ করেছেন।
তাঁরা বলেন, জীবদ্দশায় তাঁর পেশাগত জীবনে তিনি দেশবাসীর জন্য অনেক কাজ করে গেছেন যাহা মানুষ স্মরণ রাখবে।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মরহুম জিয়াউল ইসলাম চৌধুরীর আদি নিবাস গোলাপগঞ্জ উপজেলার কানিশাইল গ্রামে।
Leave a Reply