ব্রাজিলে বৈধভাবে বসবাসরত এক বাংলাদেশি মারা গেছেন। তার নাম আবুল হাসনাত। সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার সুনতানপুর গ্রামে তার পৈতৃক নিবাস। তিনি সিলেটেই বড় হয়েছেন, ক’বছর আগে ব্রাজিলে স্থায়ী হন। জালালাবাদ এসোসিয়েশন, ব্রাজিল-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল হাসনাত বাংলাদেশ সময় বুধবার বিকাল ৫টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ শহর সাওপাওলোতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি পিতা-মাতা, স্ত্রী, এক ছেলে ও এক ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং শুভাকাংক্ষী রেখে গেছেন। বর্তমানে তার মরদেহ সাওপাওলোর একটি হাসপাতালে রাখা হয়েছে।
লাশ যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মরহুমের খালাতো ভাই প্রবাসী কল্যাণ ব্যাংকের সুনামগঞ্জ শাখার কর্মকর্তা কবির আহমদ। তিনি তাঁর রুহের মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চেয়েছেন।
Leave a Reply